চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগী হয়রানি ও সেবার বিনিময়ে টাকা লেনদেনের সময় ৩ জনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা’র (এনএসআই) একটি টিম।
সোমবার (৮ মার্চ) সকাল ১১টার দিকে চমেক হাসপাতালের ১৫ নম্বর রেডিওলজি ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— চমেক হাসপাতালের অফিস সহকারী মহিউদ্দীন, পরিচ্ছন্নকর্মী রুখসানা ও দালাল সাতকানিয়া উপজেলার পুরানগড় এলাকার ফিরোজ মিয়ার ছেলে মো. ফারুক।
সূত্র জানায়, চমেক হাসপাতালের ১৫ নম্বর রেডিওলজি ওয়ার্ডে দীর্ঘদিন ধরে রোগীদের হয়রানি ও হাসপাতাল স্টাফদের সহযোগিতায় দালালের মাধ্যমে রোগীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছিল। গত শনিবার থেকে এ কাজে সন্দেহভাজনদের নজরদারিতে রাখার পর সোমবার সকাল ১১টার দিকে টাকা লেনদনের সময় ৩ জনকে হাতেনাতে আটক করে এনএসআই টিম। পরে তাদের চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবীরের কাছে হস্তান্তর করা হয়।
চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে আটক এক দালালকে পাঁচলাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দু’জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।