‘সংকটে-সংগ্রামে প্রেরণার নাম বঙ্গবন্ধু’

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর অনেক রাষ্ট্রনায়ক আজ বঙ্গবন্ধুর রাষ্ট্রদর্শন অনুসরণ করছেন। সংকটে, সংগ্রামে প্রেরণার নাম বঙ্গবন্ধু। শত ষড়যন্ত্রেও বঙ্গবন্ধু বিশ্ববাসীর অন্তরে চিরজাগ্রত থাকবেন।

- Advertisement -

বুধবার (১৭ মার্চ) সকালে শিক্ষা বোর্ডের মিলানায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

- Advertisement -google news follower

কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক এর সভাপতিত্বে ও উপপরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ নাথের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বোর্ডের সচিব  প্রফেসর আবদুল আলীম, পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি, উপসচিব মোহাম্মদ বেলাল হোসেন, সিনিয়র সিস্টেম এনালিস্ট কিবরিয়া মাসুদ খান, সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল কাসেম ফজলুল হক, সেকশন অফিসার বিপন বড়ুয়া, আ ফ ম সেলিম, জাহেদ হোসেন, শাহাদাৎ হোসেন প্রমুখ।

এদিন সকালে বোর্ড চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

- Advertisement -islamibank

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM