বান্দরবানে সব পর্যটন কেন্দ্র বন্ধ

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বান্দরবানের ৭টি উপজেলার সব পর্যটন কেন্দ্র আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

- Advertisement -

বুধবার (৩১ মার্চ) বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

- Advertisement -google news follower

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলায় করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে বুধবার থেকে ২ সপ্তাহের জন্য জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে জেলার কোনো পর্যটন স্পটে পর্যটকরা অবস্থান গ্রহণ করতে পারবে না। আর পর্যটক সমাগম কমে গেলে হোটেল-মোটেলেও পর্যটকশূন্য থাকবে বিধায় আনুষ্ঠানিকভাবে হোটেল-মোটেল বন্ধ ঘোষণা করা হয়নি।

এদিকে এই ঘোষণার পর জেলার নাফাকুম, রেমাক্রি, তিন্দু, দেবতাকুম, বগালেক, মেঘলা, নীলাচল, চিম্বুকসহ যেসব পর্যটন স্পটে পর্যটকরা অবস্থান করছে তাদের দ্রুত পর্যটন স্পট ছেড়ে নিজ গন্তব্যে চলে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM