চট্টগ্রামে ১২ ঘণ্টায় ৫ করোনা রোগীর মৃত্যু

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ জনের ‍মৃত্যু হয়েছে।

- Advertisement -

সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ১২ ঘণ্টার ব্যবধানে এই পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির মেডিসিন বিভাগের প্রধান ডা. আবদুর রব মাসুম।

- Advertisement -google news follower

তিনি জানান, করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হওয়ার পর তারা কয়েকদিন ধরে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। যারা মারা গেছেন তাদের মধ্যে একজন নারী, বাকিরা পুরুষ। তিন জন শহরের ও বাকি দু’জন পটিয়া ও হাটহাজারী উপজেলার বাসিন্দা।

মৃত পাঁচ জনের বয়স ৫০ থেকে ৮৫ বছরের মধ্যে। তারা করোনা ছাড়াও অন্যান্য রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন তিনি।

- Advertisement -islamibank

এদিকে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত একজনের মৃত্যুর তথ্য দিয়েছে সিভিল সার্জনের কার্যালয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জেনারেল হাসপাতালে মৃত পাঁচ জনের মধ্যে একজন তালিকাভুক্ত হয়েছেন। বাকিদের তথ্য সঠিক সময়ে পাওয়া না যাওয়ায় পরবর্তী দিনের তালিকায় সংযুক্ত করা হবে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM