বিদ্যুৎভবনে যুবলীগ পরিচয়ে চাঁদাবাজি, আটক ৬

নগরে যুবলীগ নেতা পরিচয়ে ঠিকাদারের কাছে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ৬ জন। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে বিদ্যুৎভবনের ৬ তলা থেকে তাদের আটক করে পুলিশ।

- Advertisement -

আটককৃতরা হলেন- শাহানুর শাহিন(৫৩), মো. ইকবাল (৪৭), নুরুল কবির(৪৫), মো. তৌহিদুল আলম(৪০), মো. ওসমান গনি দুলু (৪৫), ও মো. নুরুল আফছার টিপু(৪৫)। তারা নিজেদের যুবলীগের নেতা দাবি করলেও মহানগর ও স্থানীয় ওয়ার্ড কমিটিতে তাদের কোনো পদ-পদবি নেই।

- Advertisement -google news follower

বিদ্যুৎভবন সূত্রে জানা যায়, আটক ৬ জনসহ কয়েকজন মিলে যুবলীগের নাম ভাঙিয়ে বিদ্যুৎভবনের ঠিকাদারের কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ধরে নিয়ে মারধর ও বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে।

সোমবার বিদ্যুৎউন্নয়ন বোর্ডের তালিকাভুক্ত ঠিকাদার মো. বশির উদ্দিনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা।

- Advertisement -islamibank

ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, বিদ্যুৎউন্নয়ন বোর্ডের তালিকাভুক্ত ঠিকাদার মো. বশির উদ্দিনের কাছে চাঁদা দাবি করে আসছিল একটি সন্ত্রাসী গ্রুপ।

আজ (সোমবার) দুপুরে সন্ত্রাসীরা চাঁদার দাবিতে আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের ৬ষ্ঠ তলায় গেলে তাদের হাতেনাতে আটক করা হয়।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM