ভারতকে লাল তালিকাভুক্ত করল যুক্তরাজ্য

করোনা সংক্রমণ অত্যধিক বেড়ে যাওয়ায় ভারতকে ভ্রমণ নিষিদ্ধের লাল তালিকাভুক্ত (রেড লিস্টে) করেছে যুক্তরাজ্য। সোমবার (১৯ এপ্রিল) রয়টার্স জানায়, ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক ভারতকে ভ্রমণ নিষিদ্ধের লাল তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন।

- Advertisement -

ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের একটি ধরন ১০৩ জনের দেহে শনাক্তের পর এ সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। শুক্রবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় ভোর ৪টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

- Advertisement -google news follower

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের নয়াদিল্লি সফর বাতিলের কয়েক ঘণ্টা পরই ভারতকে ভ্রমণের লাল তালিকাভুক্ত করল যুক্তরাজ্য। ভারতে রেকর্ড পৌনে তিন লাখ আক্রান্তের দিনে এ ঘোষণা দিয়েছে দেশটি। সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় নাম ওঠায় ভারত থেকে এখন ব্রিটেনে যাওয়ায় কড়াকড়ি আরোপ হবে।

পার্লামেন্টে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী হ্যানকক জানান, ভারতকে ভ্রমণের লাল তালিকায় অন্তর্ভুক্ত করার মধ্যদিয়ে গত ১০ দিন ভারতে অবস্থান করছেন এমন কেউ যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না। তবে ব্রিটিশ নাগরিকদের যুক্তরাজ্য প্রবেশের পর ১০দিন হোটেলে বাধ্যতামূলক কোয়োরেন্টিনে থাকতে হবে।

- Advertisement -islamibank

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্থানীয় সময় শুক্রবার থেকে ভারতের ওপর আরোপিত এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে ব্রিটিশ কিংবা আইরিশ নাগরিকদের ক্ষেত্রে এ ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

এদিকে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারতে সোমবার একদিনে রেকর্ড দুই লাখ ৭৩ হাজার ৮১০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে এক হাজার ৬১৯ জনের। করোনায় বিপর্যস্ত দিল্লি ছয় দিনের জন্য লকডাউন করা হয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় রীতিমতো নাকাল ভারত। দেশটিতে ভয়াবহভাবে বেড়েই চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। টানা পাঁচদিন ধরে ভারতে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ছিল দুই লাখের বেশি।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM