চট্টগ্রামে করোনায় উচ্চহারে বাড়ছে মৃত্যুর সংখ্যা

চট্টগ্রামে করোনা সংক্রমণ বিপজ্জনকহারে বাড়ছে। টানা তিন দিন ধরে পাল্লা দিয়ে করোনায় মৃত্যুও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আরো আট জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা আক্রন্ত হয়েছেন আরো ৩৪৭ জন।  এনিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হলো মোট ৪৭ হাজার ৫৭৪ জন।

- Advertisement -

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৮টি ল্যাবে এক হাজার ৫৫৬টি  নমুনা পরীক্ষা করা হয়।

- Advertisement -google news follower

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪২৩টি নমুনা পরীক্ষায় ৬১ জন,  চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৮৪টি নমুনা পরীক্ষায় ৫০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৭১টি নমুনা পরীক্ষায় ২৩ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৩২টি নমুনা পরীক্ষায় ৫৮ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৫০টি নমুনা পরীক্ষা করে ৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

- Advertisement -islamibank

এছাড়া বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৬৭টি নমুনা পরীক্ষা করে ৬৬ জন,  ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৬৬টি নমুনা পরীক্ষায় ৩২জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬২টি নমুনা পরীক্ষায় ২৬ জন করোনা পজেটিভ শনাক্ত হন।

নতুন আক্রান্তদের মধ্যে নতুন আক্রান্তদের মধ্যে নগরে ২৬৩ জন এবং উপজেলায় ৮৪ জন রয়েছেন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM