চট্টগ্রামের আলোচিত মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে মিতুর স্বামী পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারকে।
বুধবার (১২ মে) দুপুরে পাঁচলাইশ থানায় মিতুর বাবা মোশাররফ হোসেন বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে এ হত্যা মামলা করেন।
নতুন এ মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার (১১ মে) বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের পর হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন ভোরে চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয় মাহমুদা খানম মিতুকে।
ঘটনার সময় পুলিশ সুপার বাবুল আক্তার ঢাকায় অবস্থান করছিলেন। চট্টগ্রামে ফিরে তিনি পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
এর কিছুদিন পর বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন মিতু হত্যাকাণ্ডের জন্য বাবুল আক্তারকেই দায়ী করেন। প্রথম দিকে মামলাটি তদন্তের দায়িত্ব ডিবি ওপর থাকলেও ২০২০ সাল থেকে মামলাটি দেখভাল করছে পিবিআই।
জয়নিউজ/পিডি