রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে রাজশাহীর ৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রসহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানিয়েছেন, মৃত ৮ জনের মধ্যে ৪ জন করোনা পজিটিভ ছিল, বাকি ৪ জনের ছিল উপসর্গ।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা ইউনিটে নতুন ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৭ জন রাজশাহীর, ৯ জন চাঁপাইবাবগঞ্জের, নওগাঁর ৩ জন, মেহেরপুর, চুয়াডাঙ্গার একজন করে দুজন ভর্তি হয়েছেন। গেল ২৪ ঘণ্টায় ৪৮৮টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছে ১৯৯টি। করোনা শনাক্তের হার ৪০ শতাংশ।
এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ সকাল ৬টা থেকে নাটোর জেলার নাটোর পৌরসভা ও সিংড়া পৌরসভায় ৭ দিনের লকডাউন শুরু হয়েছে।
লকডাউনের প্রথম দিনেই দুটি পৌরসভায় কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ। নাটোর শহরের প্রবেশের ৪টি পথ বন্ধ করে দিয়েছে পুলিশ। হাসপাতালগামী এবং সবজির ও মাছের যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন নাটোর শহরে প্রবেশ করতে দেয়নি পুলিশ। এছাড়া বিপণিবিতানসহ মার্কেটগুলো বন্ধ রয়েছে। শহরজুড়ে চলছে পুলিশের টহল।
জয়নিউজ/পিডি