২০২০-২১ করবর্ষে আয়কর রিটার্ন জমা দেওয়া ও বিভিন্ন মামলা, আপীল কার্যক্রমের সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করার দাবি জানিয়েছে চট্টগ্রামের কর আইনজীবীরা।
বুধবার (৯ জুন) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম কর আইনজীবী সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে সমিতির নেতারা বলেন, ব্যক্তিগত ও কোম্পানি করদাতাদের ক্ষেত্রে আইনগত সর্বশেষ সময়সীমা ৩০ এপ্রিল ও ১৫ মে নির্ধারিত ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে ব্যক্তিকরাদাতাদের ৩০ শতাংশ ও কোম্পানি করদাতাদের ৪০ শতাংশ এখনো রিটার্ন দাখিল করতে পারেনি। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া আপীল, ট্রাইব্যুনাল ও রেফারেন্স মামলার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে।
সংবাদ সম্মেলনে করোনা পরিস্থিতিতে সময়সীমা বাড়ানোর আবেদন করার পরও তা বিবেচনায় না নেওয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সমালোচনা করে কর আইনিজীবী নেতারা বলেন, এতে করদাতাদের মধ্যে উৎকন্ঠা ও কর অঙ্গনে অস্থিরতা তৈরি হয়েছে।
জয়নিউজ/পিডি