চট্টগ্রামে করোনায় আরো ৬ মৃত্যু, আক্রান্ত ৭৬৫

চট্টগ্রামে প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ৭৬৫ জন। এদিন করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের।

- Advertisement -

সোমবার (১৯ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানায়, চট্টগ্রামের গত ২৪ ঘণ্টায়  ২ হাজার ৪৩৮ নমুনা পরীক্ষা করা হয়েছে।

- Advertisement -google news follower

বিআইটিআইডি ল্যাবে ৪৪০ নমুনা পরীক্ষায় ৭৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৫১ নমুনা পরীক্ষায় ৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৭২ নমুনা পরীক্ষায় ১১৭ জন, শেভরনে ২৫১ নমুনা পরীক্ষায় ৭৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪৪ নমুনা পরীক্ষায় ২৯ জন, মেডিকেল সেন্টারে ৬০ নমুনা পরীক্ষায় ৩২ জন এবং এপিক হেলথ কেয়ারে ১২২ নমুনা পরীক্ষায় ৬৯ জনের করোনা শনাক্ত হয়। এন্টিজেন টেস্টে ৮৬৪ নমুনা পরীক্ষায় ২৬৯ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।

- Advertisement -islamibank

জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৩১ নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩টি নমুনা পরীক্ষায় কারও শরীরে করোনা অস্বিস্ত মেলেনি।

নতুন আক্রান্তদের মধ্যে ৫৬৮ জন নগরের এবং ১৯৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM