চট্টগ্রামে করোনা: ঈদের পর থেকেই মৃত্যু-আক্রান্তে ফের উচ্চহার

চট্টগ্রামে ঈদের পর থেকে উচ্চহারে বাড়তে শুরু  করেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা সংক্রমণ হয়েছে ৮০১ জন। সেই সাথে বেড়েছে মৃত্যু। এদিন মারা গেছেন ১১ জন।

- Advertisement -

রোববার (২৫ জুলায়) সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়।

- Advertisement -google news follower

বিআইটিআইডি ল্যাবে ২৬৫ নমুনা পরীক্ষায় ৮১ জন,  চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৬৫ নমুনা পরীক্ষায় ১১৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৫ নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৪ নমুনা পরীক্ষায় ৩৯ জন, শেভরনে ৩৮৩ নমুনা পরীক্ষায় ১১৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬৬ নমুনা পরীক্ষায় ৩১ জন, মেডিকেল সেন্টারে ৪৯ নমুনা পরীক্ষায় ৩৪ জন এবং  এন্টিজেন টেস্টে ৮৬৩ নমুনা পরীক্ষায় ৩২৪ জনের করোনা শনাক্ত হয়।

- Advertisement -islamibank

জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৫৮ নমুনা পরীক্ষায় ৩০ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।

নতুন আক্রান্তদের মধ্যে মহানগর এলাকায় ৪৬৯ জন এবং উপজেলা এলাকায় ৩৩২ জন রয়েছেন।

জয়নিউজ/হিমেল/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM