দুইদিন ধরে টানা বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কায় নগরের বিভিন্ন এলাকায় বসবাসরত ৯০টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে জেলা প্রশাসন।
মঙ্গলবার (২৭ জুলাই) রাত থেকে শুরু করে আজ বুধবার সকাল পর্যন্ত খুলশী ও বায়েজিদসহ বিভিন্ন এলাকার পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে এ বসবাসকারীদের সরিয়ে নেওয়া হয়।
বর্তমানে তারা আল হেরা মাদ্রাসা, রউফাবাদ রশিদিয়া মাদ্রাসা, লালখান বাজার প্রথমিক বিদ্যালয় ও ফিরোজ শাহ প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে রয়েছেন। চার আশ্রয়কেন্দ্রে ৯০টি পরিবারের ৩০০ জন সদস্য রয়েছেন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় পাহাড়ের পাদদেশে বসবাসরত ৯০টি পরিবারের ৩০০ জন সদস্যকে সরিয়ে নিয়ে এসেছি। তাদের জন্য খাবারসহ সব সুযোগ সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।
জয়নিউজ/পিডি