চট্টগ্রামে করোনায় প্রতিদিনই বাড়ছে মৃত্যু, আক্রান্তে উচ্চহার

চট্টগ্রামের নগর ও উপজেলাগুলোতে প্রতিদিনই বাড়ছে করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরে এক হাজার ২৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদিনও করোনায় মারা গেছেন ১০ জন।

- Advertisement -

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, এদিন নমুনা পরীক্ষা করা হয় ৩ হাজার ৪৫০টি।

- Advertisement -google news follower

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৫৪ নমুনা পরীক্ষায় ২৩৮ জন, বিআইটিআইডি ল্যাবে ৭৭৯ নমুনা পরীক্ষায় ২২৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৫৬৭ নমুনা পরীক্ষায় ১৯৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৩২ নমুনা পরীক্ষায় ১০৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।

এছাড়া এন্টিজেন টেস্টে ৮১৩ নমুনা পরীক্ষায় ২৩০ জন, ইমপেরিয়াল হাসপাতালে ১৮৬ নমুনা পরীক্ষায় ৬৯ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৭৫ নমুনা পরীক্ষায় ৩৮ জন, মেডিকেল সেন্টারে ৪৩ নমুনা পরীক্ষায় ২৩ জন ও এপিক হেলথ কেয়ারে ২২৯ নমুনা পরীক্ষায় ১২০ জন করোনা রোগী শনাক্ত হয়।

- Advertisement -islamibank

জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৪৮ নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে এদিন চট্টগ্রামের ২৪টি নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে ৮৩৫ জন নগর এবং ৪৩৮ জন উপজেলা এলাকার বাসিন্দা রয়েছেন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM