ব্যক্তি-প্রতিষ্ঠান সরকারের সহায়ক হয়ে জনগণের সেবা করছে

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, করোনা মোকাবেলায় সরকার আর্থিক প্রণোদনা, চিকিৎসাসেবা, ত্রাণ বিতরণসহ নানামুখী সেবা কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী সমাজের বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানও জনমানুষের দুঃখ দুর্দশা লাঘবে নানামুখী সেবা দিয়ে যাচ্ছে।

- Advertisement -

শনিবার (১৪ আগস্ট) দুপুরে অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দ্য চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -google news follower

তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে নিম্নআয়ের অসহায়, কর্মহীন মানুষের মধ্যে খাবার বিতরণ, ত্রাণ সহায়তা, উপহার, খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন সেবা কার্যক্রম দিয়ে যাচ্ছে। ব্যক্তি-প্রতিষ্ঠানের এগিয়ে আসা করোনাযুদ্ধ মোকাবেলায় অন্যতম নিয়ামক হয়ে উঠেছে।

অনুষ্ঠানে দ্য চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের কার্যকরী পরিষদের সহসভাপতি মো. ইদ্রিস, সাধারণ সম্পাদক মো. শাহজাহান, কার্যকরী পরিষদের সদস্য সৈয়দ রফিকুল আনোয়ার, নুরুল ইসলাম মিন্টু, রাশেদুল আমিন, নুরুল ইসলাম শাহিন, রাইসুল উদ্দিন সৈকত প্রমুখ উপস্থিত ছিলেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM