চট্টগ্রামে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের শ্রদ্ধা

চট্টগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।

- Advertisement -

রোববার (১৫ আগস্ট) সকালে চট্টগ্রামের সরকারি-বেরসকারি বিভিন্ন প্রতিষ্ঠান, আওয়ামী লীগও এর অঙ্গসংগঠানের নেতাকর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

- Advertisement -google news follower

শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথম ফুল দিয়েশ্রদ্ধা জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান ও জেলা প্রশাসক মো. মমিনুর রহমান।

এরপর মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড, সরকারি-বেসরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ ও  অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জাতির পিতার প্রতিকৃতিতেফুল দিয়ে শ্রদ্ধা জানান।

- Advertisement -islamibank

চট্টগ্রামে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের শ্রদ্ধা | 234767355 360001105624727 3912740237808338597 n

এদিকে সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। পরবর্তীতে তিনি দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশলাইন্সের জনক চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয়।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM