পদত্যাগ করতে যাচ্ছেন আফগান প্রেসিডেন্ট

তালেবানের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য পদত্যাগ করতে যাচ্ছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। রোববার (১৫ আগস্ট) আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ইঙ্গিত দিয়েছে।

- Advertisement -

এর আগে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তালেবান কমান্ডারদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার পথ তৈরি করতে পদত্যাগ করতে যাচ্ছেন প্রেসিডেন্ট আশরাফ গনি।

- Advertisement -google news follower

তালেবান তাদের যোদ্ধাদের কাবুলে প্রবেশ করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়ার পর আফগান স্বরাষ্ট্র মন্ত্রী আব্দুল সাত্তার মিরজাকাওয়াল রেকর্ড করা বক্তব্যে জানান, অন্তর্বর্তী সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।

তিনি বলেছেন, ‘আফগান জনগণের ভীত হওয়া উচিত নয়…শহরে কোনো হামলা হবে না এবং অন্তর্বর্তী সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।’

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM