পাথরঘাটায় কুমারীরূপে দেবী দুর্গার আরাধনা

নগরের পাথরঘাটার রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে দুর্গার আসনে কুমারী রুপে পূজিত হয়েছেন সেন্ট স্কলাস্টিকাস স্কুলের কেজি শ্রেণীরছাত্রী প্রীত ধর (৬)।

- Advertisement -

বুধবার (১৩ অক্টোবর) সকাল ১০টা ৩০মিনিটে পূজা শুরু হয়।

- Advertisement -google news follower

মহারাজ শ্যামল সাধু মোহন্তের পৌরহিত্য স্বাস্থ্যবিধি মেনে কুমারী পূজা সম্পন্ন করা হয়। প্রীত পাথরঘাটা এলাকার মিন্টু ধর ও পলি ধর দম্পতির কন্যা।

কুমারী পূজায় মন্দিরের পূরহিত শ্যামল সাধু মোহন্ত মহারাজ উপস্থিত পূজার্থীদের উদ্দেশে বলেন, কুমারী আদ্যাশক্তি মহামায়ার প্রতীক। দুর্গার আরেক নাম কুমারী। মূলত নারীকে যথাযথ মর্যাদায় অধিষ্ঠিত করতে কুমারী পূজা করা হয়। মাটির প্রতিমায় যে দেবীর পূজা করা হয় তারই বাস্তব রূপ কুমারী পূজা।

- Advertisement -islamibank

কুমারীতে সমগ্র জাতির শ্রেষ্ঠ শক্তি, পবিত্রতা, সৃজনী ও পালনী শক্তিসহ সব কল্যাণী শক্তি সূক্ষ্মরূপে বিরাজিত। কুমারী প্রতীকে জগৎ জননীর পূজায় পরম সৌভাগ্য লাভ হয়। এ রূপ কুমারী সমগ্র জগতের বাক্যস্বরূপা, বিদ্যাস্বরূপ।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM