যুদ্ধাপরাধের দায়ে ২০ বছরের সাজা পাওয়া আসামি নোয়াখালীর সুধারামের আব্দুল কুদ্দুসকে ছয় মাসের জামিন দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবার (২ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।
আব্দুল কুদ্দুসের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সর্বোচ্চ আদালত থেকে মানবতাবিরোধী অপরাধের মামলায় এটাই প্রথম জামিনের আদেশ।
১৯৭১ সালের ১৫ জুন আমির, কালাম ওরফে মনসুর, জয়নাল, কুদ্দুসসহ ২০/২৫ জন রাজাকার ৭০/৭৫ জন পাকিস্তানি সেনা নিয়ে নোয়াখালীর সুধারাম থানার শ্রীপুর ও সোনাপুর গ্রাম আক্রমণ করে এবং বাড়িঘরে লুটপাট-অগ্নিসংযোগ করে শতাধিক নিরস্ত্র মানুষকে নির্যাতন ও হত্যা করে।
এ অভিযোগে গত ১৩ মার্চ আমির, মনসুর ও জয়নালের মৃত্যুদ- দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া আব্দুল কুদ্দুসকে ২০ বছরের কারাদ- দেয়া হয়। দ-প্রাপ্ত আব্দুল কুদ্দুস ক্যান্সারে আক্রান্ত উল্লেখ করে তার জামিন চেয়ে আবেদন করা হয়। আবেদনের শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন আদালত।
জয়নিউজবিডি/আরসি