হাইতিতে জ্বালানিবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে ৫৯ জন নিহত হয়েছে। সোমবার রাতে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর কেপ হাইতিয়েনে এ ঘটনা ঘটেছে।
নগরীর উপমেয়র প্যাট্রিক আলমনর জানিয়েছেন, এ পর্যন্ত ৫৯ জন মারা গেছেন। পুরো পরিস্থিতি জটিল। আহতদের বাঁচানোর জন্য রক্তের প্রয়োজন।
তিনি বলেছেন, ‘আমরা এখনও পর্যন্ত ৫৯ জনের মৃত্যুর খবর পেয়েছি এবং শহরের বিভিন্ন হাসপাতালে অর্ধশত আহত রয়েছে। প্রায় অর্ধশত বাড়ি আগুনে পুড়ে গেছে। এগুলোর অধিকাংশই দ্রুত ধ্বংস করতে হবে।’
প্যাট্রিক বলেন, ‘এ দুভার্গ্যজনক ঘটনায় নগরীর বিপুল পরিমাণ সহযোগিতা প্রয়োজন, কেন্দ্রীয় সরকার সাহায্যের প্রস্তাব দিয়েছে, আমরা এটি দেখার অপেক্ষায় আছি। আমাদের বিশ্বাস, কেন্দ্রীয় সরকার যা দেবে তারচেয়ে বেশি সহযোগিতা প্রয়োজন আমাদের, পরিস্থিতি জটিল।’