যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় পেলেন সিনহা

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

- Advertisement -

রাজনৈতিক আশ্রয় চেয়ে সিনহার করা একটি আবেদন গত শুক্রবার (১২ অক্টোবর) মঞ্জুর করে দেশটির পররাষ্ট্র দফতর। একাধিক দায়িত্বশীল কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

- Advertisement -google news follower

জানা গেছে, সম্প্রতি সিনহার আবেদনের ওপর একটি শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতিনিধি, কংগ্রেস প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় কাজ করা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। দীর্ঘ শুনানি শেষে এস কে সিনহার রাজনৈতিক আশ্রয়ের আবেদনটি গৃহীত হয়।

তবে একটি সূত্র বলছে, সিনহা এখনো তার ট্র্যাভেল ডক্যুমেন্ট হাতে পাননি। তিনি এর অপেক্ষায় রয়েছেন।
এর আগে ওয়াশিংটন প্রেসক্লাবে বহুল আলোচিত ‘এ ব্রোকেন ড্রিম’ বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সিনহা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক

- Advertisement -islamibank

আশ্রয়ের জন্য পররাষ্ট্র দফতরে আবেদন করার কথা জানিয়েছিলেন।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM