ভারতে অ্যাম্বুলেন্স ও ট্রাক সংঘর্ষে একই পরিবারের ছয় সদস্যসহ সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (৩১ মে) সকালে দেশটির উত্তরপ্রদেশের বারিল্লি জেলায় দুর্ঘটনাটি ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনায় মারা যাওয়া একই পরিবারের ছয় সদস্য হাসপাতালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন।
প্রথমে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লাগে, এরপর ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে অ্যাম্বুলেন্সে থাকা সাত জন ঘটনাস্থলেই মারা যান। প্রাথমিক দুর্ঘটনার বিস্তারিত জানা যায়নি।
জয়নিউজ/টিটি