কোরিয়ান সরকারের সহযোগিতায় দুই দিনব্যাপী ইতেওন গ্লোবাল ফেস্টিভ্যাল ২০১৮ শনিবার (১৩ অক্টোবর)দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত হয়। বাংলাদেশসহ ৪০টি দেশ এতে অংশগ্রহণ করে ।
ফেস্টিভ্যালে হস্তশিল্প মেলা, বিশ্ব সাংস্কৃতিক আয়োজন ও গ্লোবাল প্যারেডসহ সব বিভাগে বাংলাদেশের অংশগ্রহণ লক্ষ্যণীয়।
শনিবার অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধিদের উপস্থিতিতে ইয়ংসানের মেয়র জাং হায়ুন সং উৎসবের উদ্বোধন করেন ।
সেদিন উৎসবের মূল মঞ্চে বিভিন্ন দেশের সাংস্কৃতিক কার্যক্রম উপস্থাপনকালে দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশের ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত পরিবেশন উপস্থিত দর্শককে মুগ্ধ করে। বিকাল ৩টায় অনুষ্ঠিত গ্লোবাল প্যারেডে দূতাবাসের সকল সদস্যসহ কোরিয়াতে বসবাসরত বাঙালিদের শাড়ি ও ঐতিহ্যবাহী বাংলাদেশি পোশাকে সুসজ্জিত হয়ে হাতে ঢোল, ফেস্টুন ও বাংলাদেশের পতাকাসহ প্যারেড বিভিন্ন দেশের নাগরিকদের আকৃষ্ট করে।
এছাড়া হস্তশিল্পের স্টলে ঐতিহ্যবাহী পাট ও চামড়াজাত দ্রব্য, শাড়ি, পাঞ্জাবি, নকশীকাঁথা, মাটির তৈজসপত্র, অলঙ্কারসহ বাংলাদেশের পর্যটনশিল্প ও বিনিয়োগ সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। মেহেদি পরার জন্য বাংলাদেশ স্টলে আগ্রহী বিদেশিরা ভিড় জমান।
শতাধিক বিদেশিনীকে মেহেদির রংয়ে রাঙিয়ে বাংলাদেশ হয়ে পড়ে আলোচনার মধ্যমণি।
জয়নিউজ/আরসি