নরসিংদীর শেখেরচরে মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় জঙ্গি আস্তানার অভিযান ‘গার্ডিয়ান নট’ সমাপ্ত ঘোষণা করেছেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, অভিযান সফল হয়েছে। অভিযানে দুইজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তবে হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। এরা সবাই নব্য জেএমবির সদস্য।
তিনি আরো বলেন, বাসার ভেতরে কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি, তবে একটি অস্ত্র পাওয়া গেছে। নিহত জঙ্গিদের সঙ্গে মাধবদীতে অবস্থানরত জঙ্গিদের সম্পর্ক রয়েছে। পরবর্তী অভিযান মাধবদীর জঙ্গি আস্তানাতে পরিচালনা করা হবে।
জয়নিউজ/শহীদ