পদ্মা সেতুতে মূত্র বিসর্জন করা সে যুবককে খুঁজছে পুলিশ

দেশের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর খেকে বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে অন্যতম একটি আলোচিত ছবি পদ্মা সেতুতে এক যুবকের মূত্র বিসর্জন।

- Advertisement -

যা দেশব্যাপী নিন্দার ঝড় শুরু তোলে। অবশেষে ঐ যুবককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (২৬ জুন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ।

- Advertisement -google news follower

তিনি বলেন, পদ্মা সেতুতে মূত্র বিসর্জন করা যুবককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, এছাড়া পদ্মা সেতুর রেলিংয়ে নাট-বল্টু খুলে টিকটক বানানোর অভিযোগে বায়েজিদ নামে একজনকে আটক করা হয়েছে। একই অভিযোগে আরেক যুবককে খোঁজা হচ্ছে।

উল্লেখ্য, শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন রোববার (২৬ জুন) ভোর ৬টা থেকে সব ধরনের যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেয়া হয়।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM