বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশন নির্বাচনে খন্দকার মো. আমিনুর রহমান সভাপতি এবং সৈয়দ মুশফিকুর রহমান মহাসচিব নির্বাচিত হয়েছেন ।
মঙ্গলবার (২৩ অক্টোবর) সকালে নির্বাচন কমিশনার মো. আজিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
এতে জানানো হয়, বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনজন প্রার্থী। এরমধ্যে সভাপতি পদে খন্দকার মো. আমিনুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক পদে কাজী মো. জিয়া উদ্দিন এবং অফিস সম্পাদক পদে মো. ইফতেখার আলম ভূঁইয়া নির্বাচিত হন।
এছাড়া সহসভাপতি পদে সৈয়দ গোলাম কিবরিয়া, মো. জামাল হোসেন ও কাজী মোস্তাফিজুর রহমান, মহাসচিব পদে সৈয়দ মুশফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এ কে এম নুরুল হুদা আজাদ, সিনিয়র সচিব পদে মু. রইচ উদ্দিন খান এবং অর্থ সম্পাদক পদে ড. নাহিদা ফরিদী নির্বাচিত হয়েছেন।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১১ জন সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন জাকিয়া সুলতানা, মো. মোয়াজ্জেম হোসেন, এ কে এম মাহবুবুর রহমান, মারুফুর রহমান, মুনওয়ার মুরসালীন, হাসান মোহাম্মদ তারেক রিকাবদার, সাধন কুমার কুন্ডু, মো. ফজলুল হক, ফখরুল আলম চৌধুরী, সাইদুল আলম ও মো. সোলাইমান হোসেন।
এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কাস্টমস হাউস আইসিডির কমিশনার ফারজানা আফরোজ। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বন্ড কমিশনারেটের কমিশনার মো. আজিজুর রহমান।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ৪২১ জন ভোটারের মধ্যে ৩৬১ জন ভোটার ভোট প্রদান করেন। এরমধ্যে ৩৪৮ জন ভোটার কেন্দ্রে গিয়ে এবং ১৩ জন ই ভোটের মাধ্যমে ভোট ভোট দেন।
এর আগে বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের ২০১৮-২০ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোটগ্রহণ শনিবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত হয়। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেশন সিটির রাজদর্শন হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ওইদিন অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভাও অনুষ্ঠিত হয় একই ভেন্যুতে। এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।
জয়নিউজ/অভি/ফয়সাল