সবার পরনে অভিন্ন বাহারি শাড়ি। চোখে চশমা। আর মনে দৃঢ়তা। নারীদের সচেতন ও সাবলম্বী করার অঙ্গীকারে তাঁরা অবিচল।
নগরে এভাবেই অভিষেক হয়েছে ‘স্বাধীনতা নারী শক্তি’র নতুন কমিটির। বুধবার (২৪ অক্টোবর) বেলা ১২টায় বন্দর রি-পাবলিক ক্লাবে এ আয়োজন করা হয়।
স্বাগত বক্তব্যে এম এ লতিফ বলেন, এই সংগঠনের মাধ্যমে নারীদের সক্ষমতা পুরুষের চেয়ে বেশি তা প্রমাণ করতে হবে। নারীরা যদি আয় করে তাহলে পুরুষের সমান হয়ে যাবে। এ সংগঠনের জন্ম হয়েছে নারীদের মর্যাদা উন্নয়ন করার জন্য।
প্রধান অতিথির বক্তব্যে উইমেন চেম্বারের সাবেক প্রেসিডেন্ট লায়ন গভর্নর কামরুন মালেক বলেন, নারীকে পুরুষের পরিপূরক হতে হবে। শুধু গার্মেন্টস সেক্টরগুলোতে নয়, প্রতিটি সেক্টরেই নারীদের থাকতে হবে।
সাংসদ এম এ লতিফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম, চেম্বার পরিচালক ও জয়নিউজ সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী, পূর্বকোণের প্রতিষ্ঠাতা পরিচালক জসিম উদ্দিন, দেশ রূপান্তরের ব্যুরোপ্রধান ফারুক ইকবাল, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুল হক মিয়া, ইত্তেফাকের ব্যুরো প্রধান সালাউদ্দিন রেজা, জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার হাসান নাছির এবং উইমেন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুব।
জয়নিউজ/ মনির ফয়সাল