কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যালের শিরোপা জিতলো ‘মিলেনিয়াম টাইগার’স তেজগাঁও’

কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যালের ফাইনালে “মিলেনিয়াম টাইগার’স তেজগাঁও” ৩ উইকেটে “লক্ষ্মীপুর রয়েল’স” কে পরাজিত করে প্রথম বারের মত টুর্নামেন্টের শিরোপা জয় করে।

- Advertisement -

রাজধানীর শ্যামলীস্থ “শ্যামলী ক্লাব” ক্রিকেট মাঠে শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

এর আগে প্রথম সেমিফাইনালে “মিলেনিয়াম টাইগার’স তেজগাঁও” ৭৭ রানে “মাইটি সিক্সার’স” কে পরাজিত করে। অপর সেমিফাইনালে “লক্ষ্মীপুর রয়েল’স” ১ উইকেটে “মিরপুর কিংস” কে পরাজিত করে।

কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যালের শিরোপা জিতলো 'মিলেনিয়াম টাইগার’স তেজগাঁও'

- Advertisement -islamibank

 

জমকালো এই আয়োজনে প্লেট পর্বে’র ফাইনালে “টিম ব্যাকবেঞ্চারস” ৯ উইকেটে “চট্টগ্রাম উইজার্ড” কে পরাজিত করে।

আমরাই কিংবদন্তী (এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২) একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ, যেখানে সারা বাংলাদেশের এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের ছাত্র-ছাত্রীদের একত্র করে একক প্লাটফর্মে এনে মানব কল্যাণে কাজ করার প্রয়াসে এগিয়ে চলেছে।

কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যালের শিরোপা জিতলো 'মিলেনিয়াম টাইগার’স তেজগাঁও'

বন্ধুদের একত্রিত করার প্রয়াসের ধারাবাহিকতা থেকে টানা ৪র্থবারের মত সারা দেশ থেকে ১৬ টি দল নিয়ে গত ৬, ৭, ১৩, ১৪, ২০, ২১, ২৮ জানুয়ারী ও ৩, ৪ ফেব্রুয়ারী ২০২৩ কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন ৪ এর গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয়; আয়োজনে বৈচিত্র্য আনতে এবারের প্লেট ফাইনাল ও সংযুক্ত করা হয়।

উল্লেখ্যযে, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার তুষার ইমরান ও “আমরাই কিংবদন্তী” গ্রুপের এডমিন ও ক্রিয়েটর নাজমুল হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যালের শিরোপা জিতলো 'মিলেনিয়াম টাইগার’স তেজগাঁও'

 

টুর্নামেন্টের “ফেয়ার প্লে” এর পুরস্কার পায় “লক্ষ্মীপুর রয়েল’স” দল।

অনবদ্য খেলে এই টুর্নামেন্ট এর ম্যান অব দা টুর্নামেন্ট, সেরা ব্যাটসম্যান, ভ্যালুইয়েবল প্লেয়ার এর পুরস্কার পায় লক্ষ্মীপুর রয়েল’স এর অলরাউন্ডার “সোহেল” ও সেরা বোলার এর পুরস্কার পায় লক্ষ্মীপুর রয়েল’স এর “রাজিব”। ম্যান অব দা ফাইনাল পুরস্কার পায় মিলেনিয়াম টাইগার তেজগাঁও এর “ইশতিয়াক”।

কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন ৫; ও ১৬ দল নিয়ে-ই আয়োজন করার ঘোষণা দেন আয়োজক’রা। সিজন ৪ এ অংশগ্রহণকারী ১৬ টি দল থেকে প্রথম ১০ টি দল সিজন ৫ এ সরাসরি অংশগ্রহণ করতে পারবে। আর বাকি ৬ টি দল কোয়ালিফাইয়ার এ অংশগ্রহণকারী দল গুলো থেকে বাছাই করে নির্ধারণ করা হবে।

দেশজুড়ে বন্ধুদের অংশগ্রহনে আয়োজিত এই ক্রিকেট খেলার মাধ্যমে নিজেদের ভাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধির মাধ্যমে পরবর্তী সময়ে মানব কল্যাণে কাজ করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

উল্লেখ্যযে “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই নীতিকথা থেকেই ১৫ নভেম্বর ২০১৭ থেকে যাত্রা শুরু করে বর্তমানে ৪৮ হাজার সদস্যের অনলাইন পরিবারটি আগামীর পথে এগিয়ে চলেছে। এই অনলাইন গ্রুপ এর মানবিক কার্যক্রমকে ত্বরান্বিত করতেই “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়।

কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যালের শিরোপা জিতলো 'মিলেনিয়াম টাইগার’স তেজগাঁও'

এই গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।

একটি অনলাইন ভিত্তিক গ্রুপ হয়েও বন্ধুরা শুধু অনলাইনেই সীমাবদ্ধ না থেকে দেশের, সমাজের বিভিন্ন কাজে এগিয়ে এসেছে বন্ধুদের গ্রুপটি। এর সাথে যুক্ত হয়েছে সমাজের কিছু সচেতন সু-নাগরিক, যারা এই গ্রুপটি কে প্রতিনিয়ত ভালো কাজে উৎসাহ দিচ্ছে।

ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM