এবার অ্যামনেস্টির খেতাব হারালেন সু চি

মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চিকে দেওয়া সর্বোচ্চ খেতাব ‘অ্যাম্বাসেডর অব কনসেন্স’ প্রত্যাহার করে নিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

- Advertisement -

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সু চি ২০০৯ সালে গৃহবন্দি থাকাকালে এই সম্মাননা পান।

- Advertisement -google news follower

অ্যামনেস্টি জানিয়েছে, মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতনে সাত লাখ রোহিঙ্গা দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু তারপরও সু চি সংখ্যালঘু রোহিঙ্গাদের পক্ষে কোনো কথা বলেননি। এতে তারা অত্যন্ত হতাশ হয়েছে।

৭৩ বছর বয়সী সু চির কাছে পাঠানো এক চিঠিতে অ্যামনেস্টির মহাসচিব কুমি নাইডু বলেছেন, ‘আপনি আশা, সাহসিকতা ও মানবাধিকার রক্ষার অক্ষয় প্রতীকের প্রতিনিধিত্ব না করায় আমরা হতাশ।’

- Advertisement -islamibank

গৃহবন্দিত্ব থেকে সু চির মুক্তির অষ্টম বার্ষিকীতে তার সম্মাননা কেড়ে নেওয়ার ঘোষণা দিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যারা একসময় তাকে ‘গণতন্ত্রের বাতিঘর’ বলে অভিহিত করেছিল।-বিবিসি

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM