একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসন থেকে মনোনয়ন ফরম নিলেন কারাবন্দি চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর।
মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির দলীয় কার্যালয় থেকে বক্করের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার একান্ত সচিব এস এম শহীদ ইকবাল ।
তিনি জয়নিউজকে বলেন, বক্কর ভাই আন্দোলন-সংগ্রামে সবসময় ছিলেন। তিনি দলের জন্য রাত-দিন কাজ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করেছেন। তাই সংসদ সদস্যপদে প্রার্থী হতে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমরা আশা করি, দল তাকে মনোয়নয়ন দেবে।
মনোনয়নপত্র নেওয়ার সময় তার সাথে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, শাহেদ বক্স, প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মুবিন, যুবদল সভাপতি মোশারাফ হোসেন দিপ্তি, সাধারণ সম্পাদক মো. শাহেদ, মহিলা দল সভাপতি কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, সিনিয়র সহ-সভাপতি ফাতেমা বাদশা,নগর বিএনপির সহ সংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, সহ-প্রচার সম্পাদক খোরশেদ আলম কুতুবী, সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু মুছা, সহ-প্রকাশনা সম্পাদক আবুল হাই, সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক সালাউদ্দিন লাতু, নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার খান, পাথরঘাটা ওয়ার্ড বিএনপির আহবায়ক কাউন্সিলর ইসমাইল বালি, আলকরন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম মিয়া, সি ইউ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান চৌধুরী শপথ, যুবদলের যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন, মেজবাহ উদ্দিন মিন্টু প্রমুখ।