সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নাতনি হযরত জয়নাব সালামুল্লাহ আলাইহার মাজারের কাছে বোমা হামলার ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ২৩ জন। গতকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) এ ঘটনা ঘটে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, হযরত জয়নাবের মাজারের কাছে সড়কে একটি মোটরসাইকেলে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের পরপর পুলিশ এবং সংশ্লিষ্ট লোকজন ঘটনাস্থলে ছুটে যায় এবং হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
তবে এখন পর্যন্ত কোনও ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। মহররম মাস উপলক্ষে বিশ্বের হাজার হাজার শিয়া মুসলমান হযরত জয়নাবের মাজারে আসেন।
মহানবী (সা.)-এর প্রিয় নাতি ইমাম হুসাইন এবং তার ৭২ জন সঙ্গীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে যখন সারা বিশ্বের কোটি কোটি শিয়া মুসলমান শোকানুষ্ঠান পালন করতে যাচ্ছেন তখন এই সন্ত্রাসী হামলা হলো। এর আগে গত মঙ্গলবার হযরত জয়নাবের মাজারের কাছে হামলার ঘটনায় দুইজন আহত হন।
জেএন/পিআর