অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন তার সম্পর্কে অশ্লীল মন্তব্য করায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে ‘চরিত্রহীন’ বলেছেন।
উইকিলিকস প্রতিষ্ঠাতা ও অস্ট্রেলিয়ার নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জকে সাহায্যের অনুরোধ জানিয়েছিলেন পামেলা। তিনি অ্যাসাঞ্জকে অস্ট্রেলিয়ায় ফিরিয়ে আনতে মরিসনের প্রতি অনুরোধ জানান।
পামেলার আবেদন প্রত্যাখ্যান করে মরিসন জানান, এ বিষয়ে অস্ট্রেলিয়া হস্তক্ষেপ করবে না।
যুক্তরাষ্ট্র গ্রেফতার করতে পারে এমন আশঙ্কায় ২০১২ সাল থেকে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে অবস্থান করছেন অ্যাসাঞ্জ।
অ্যাসাঞ্জকে সাহায্যের বিষয়টি নাকচ করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরও বলেছিলেন, বেশ কয়েকজন সহযোগী পামেলার সঙ্গে আমার ঝামেলা সমাধানে দূত হওয়ার প্রস্তাব দিয়েছেন!
মরিসনের এমন মন্তব্যে ক্ষেপেছেন পামেলা। যদিও অস্ট্রেলীয় সরকারের এক মন্ত্রী বলেছেন, রসিকতা করে এমন মন্তব্য করেছেন মরিসন।
কিন্তু তাতে দমেননি পামেলা। মরিসনকে ‘চরিত্রহীন’ আখ্যা দিলেন তিনি।
অবশ্য এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি মরিসন।