চকরিয়া-পেকুয়া আসনে মনোনয়ন ফরম নিলেন ৬ জন

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৬ জন প্রার্থী। এরমধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কাস পার্টি এবং ২ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

- Advertisement -

মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এসব মনোনয়ন ফরম সংগ্রহ করেন তাঁরা।

- Advertisement -google news follower

মনোনয়ন ফরম সংগ্রহকারীরা হলেন আওয়ামী লীগের প্রার্থী জাফর আলম, বিএনপির প্রার্থী হাসিনা আহমেদ, জাতীয় পার্টির প্রার্থী বর্তমান এমপি মোহাম্মদ ইলিয়াছ, ওয়ার্কার্স পার্টির প্রার্থী হাজি আবু মো. বশিরুল আলম এবং স্বতন্ত্র দুই প্রার্থী বদিউল আলম ও তানিয়া আফরিন।

চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন জয়নিউজকে জানান, এখন পর্যন্ত কক্সবাজার-১ আসনে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ৬ জন প্রার্থী নির্বাচন কমিশনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এসময় তাঁরা ভোটার তালিকার সিডি বাবদ সরকারি কোষাগারে জমা দেওয়া ১৭ হাজার টাকার চালান ফরম জমা দেন। বুধবার মনোনয়ন ফরম জমাদানের শেষদিন নির্ধারিত রয়েছে।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM