আরো কমবে সবজির দাম

কিছুদিন বাজারে সবজির দাম স্থিতিশীল রয়েছে। শুক্রবার (৭ ডিসেম্বর) নগরের বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। বাজারগুলোতে দেখা গেছে, শীতকালীন সবজির পর্যাপ্ত যোগান রয়েছে। কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেল, সামনের সপ্তাহে আরও বাড়বে সবজির চালান। তখন দাম আরও কমবে।

- Advertisement -

রিয়াজউদ্দিন বাজারে প্রতি কেজি টমেটো ৫০ টাকা, শিম ৪০, কাঁচা মরিচ ৩০ টাকা, গাজর ৬০ টাকা, ঢেঁড়স ৫৫ টাকা, মুলা ৩৫ টাকা, বেগুন ৩০ টাকা, শসা ৪০ টাকা, করলা ৪০ টাকা ও কাকরোল ৩০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

- Advertisement -google news follower

এদিকে দেওয়ান বাজারে প্রতি কেজি বাঁধাকপি ২৫ টাকা, ফুলকপি ৩৫ টাকা, কলমি শাক ১৫ টাকা, লাল শাক ১৫ টাকা, লাউ শাক ২০ টাকা, পালং শাক ১৫ টাকায় বিক্রি হচ্ছে। আলু কেজি প্রতি ৪৫ টাকায়, আদা ১২০ টাকা, রসুন ৮০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা দরে পাওয়া যাচ্ছে।

সবজির পাশাপাশি মাছ মাংসের দামও স্থিতিশীল রয়েছে। বাজারে প্রতি কেজি ইলিশের দাম ৫০০ থেকে ৫৩০ টাকা, চিংড়ি আকারভেদে ৫৫০ থেকে ৮০০ টাকা, কৈ মাছ আকারভেদে ১৪০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া ১৫০ টাকা, রুই আকারভেদে ১৮০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

- Advertisement -islamibank

এছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২০ টাকায়, লেয়ার মুরগি ২৩০ টাকায়, গরুর মাংস ৫০০ টাকায় ও খাসির মাংস ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM