ঢাকায় শাফিন আহমেদের মরদেহ, বনানীতে আজ দাফন

বিনোদন ডেস্ক :

হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ সময় ২৫ জুলাই ভোর ৬টা ৫০ মিনিটে ব্যান্ড তারকা শাফিন আহমেদ মারা যান।

- Advertisement -

এরপর যুক্তরাষ্ট্রে প্রথম জানাজা শেষে সোমবার (২৯ জুলাই) তার মরদেহ দেশে নিয়ে আসা হয়। সব ঠিক থাকলে আজ দ্বিতীয় জানাজার পর তাকে দাফন করা হবে।

- Advertisement -google news follower

এ বিষয়ে মাইলসের সদস্য মানাম আহমেদ বলেন, আজ বাদজোহর গুলশানের আজাদ মসজিদে শাফিন আহমেদের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে বাবার কবরে দাফন করা হবে।

তিনি আরও বলেন, আগামী ২ আগস্ট (শুক্রবার) জুমার নামাজের পর গুলশান কমিউনিটি মসজিদে তার কুলখানি অনুষ্ঠিত হবে। শাফিন আহমেদের পরিবার ও প্রিয়জনরা সবার কাছে তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন।

- Advertisement -islamibank

প্রসঙ্গত, ১৯৭৯ সালে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’ গঠিত হয়। এর কিছুদিন পর এতে যুক্ত হন শাফিন আহমেদ ও হামিন আহমেদ। এরপর ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’, ‘ফিরে এলে না’, ‘আজ জন্মদিন তোমার’সহ অসংখ্য শ্রোতানন্দিত জনপ্রিয় গান উপহার দিয়েছেন তারা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM