রাওয়ালপিন্ডিতে উঁকি দিয়েছে সূর্যমামা: ফিল্ডিংয়ে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক :

রাওয়ালপিন্ডির আবহাওয়া আজ পুরোপুরি খেলার অনুকূলে। ভোরবেলা উঁকি দিয়েছে সূর্যমামা। ক্রমে রৌদ্রোজ্জ্বল হয়ে উঠেছে পুরো পাঞ্জাব শহর। যে কারণে আজ সময় মতোই টস করা গেছে।

- Advertisement -

টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কন্ডিশন বিবেচনায় আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

- Advertisement -google news follower

যদিও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার এই দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল গতকাল শুক্রবার। কিন্তু সকাল থেকেই রাওয়ালপিন্ডির আকাশ থেকে বর্ষিত হচ্ছিল ভারী বৃষ্টি।

যে কারণে দুই ঘণ্টা অপেক্ষা করেও টস করা যায়নি। টস করা ছাড়াই শেষ হয় প্রথম সেশন। এরপরও বৃষ্টি না থামায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

- Advertisement -islamibank

ম্যাচ শুরুর প্রথম ওভারেই কোন রান করার আগেই তাসকিনের বলে আউটহয়ে ফিরে গেছেন আবদুল্লাহ শফিক।

প্রথমে ফিল্ডিং নেওয়ার বিষয়ে শান্ত বলেন, ‘আমরা প্রথমে বোলিং করতে চাই। উইকেটে কিছুটা ভেজা দেখায়।

আমি মনে করি, এটি আমাদের পেসারদের সাহায্য করবে। (প্রথম টেস্টে) আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি।

কিন্তু সেটা এখন অতীত। আমরা টেস্ট ম্যাচের সামনের দিকে তাকাচ্ছি না। আমরা শুধু আমাদের প্রক্রিয়া অনুসরণ করার চেষ্টা করি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM