চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের (১ নম্বর ওয়ার্ড) শাহ ছমিউদ্দিন মাজারের পাশে আগুন লেগে দুটি দোকান ভস্মিভূত হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
৯৯৯ এ আগুন লাগার খবর পেয়ে কর্ণফুলী ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে তার আগেই চরপাথরঘাটা ১ নম্বর ওয়ার্ড ঘটনাস্থল এলাকার এবাদুল হকের ছেলে মো. শাহজাহান (৪২) এবং তার ভাই মো. সাইফুল (৩৫)র মালিকানাধীন একটি কুলিং কর্ণার ও একটি হার্ডওয়্যারের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্তরা দাবি করছে আগুনে তাদের সব শেষ হয়ে গেছে। অন্তত ৮-১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি তাদের।
কর্ণফুলী ফায়ার সার্ভিসের অফিস থেকে ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে না পারলেও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বর) সাইফুদ্দিন মানিক।
জেএন/পিআর