চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১২৪ লিটার চোলাইমদসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
এসময় তাদের কাছ থেকে চোলাইমদ ছাড়াও একটি রামদা, মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইল সেট উদ্ধার করা হয়।
সোমবার (১৮ নভেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের পশ্চিম শোলকাটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন নারী রয়েছেন। তারা হলেন-ওই গ্রামের বাসিন্দা মর্জিনা আক্তার (৩৪) ও সালমা বেগম (৪৫)। গ্রেপ্তার অপরজন সালমার স্বামী মো. জমির হোসেন (৪৮)।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গ্রেপ্তার তিনজনই পরস্পরের যোগসাজশে এলাকায় অবৈধভাবে দীর্ঘদিন ধরেই মাদক বিক্রি করে আসছিল।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার রাত ৮ টার দিকে একই বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তল্লাশি করে ১২৪ লিটার দেশীয় মদ, নগদ ৩০ হাজার টাকা এবং দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন বলেন, সেনাবাহিনীর অভিযানে তিনজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।
জেএন/পিআর