পটিয়ায় ৫শ পিস ইয়াবাসহ ধরা প্রেমিক যুগল

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার খরনা রাস্তার মাথা এলাকায় বিশেষ তল্লাশী অভিযান চালিয়ে ৫শ পিস ইয়াবাসহ এক প্রেমিক যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

শনিবার দিবাগত রাত সোয়া ১২টায় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশী চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

গ্রেপ্তার দুজন হলেন, কক্সবাজার পৌরসভা ৬নং ওয়ার্ডস্থ পিটিআই স্কুল সংলগ্ন এলাকার মো. সেলিমের ছেলে মো. জাবেদ (২৮) ও একই পৌরসভার লাহার পাড়া ১নং ওয়ার্ডস্থ ঝিলংজা ইউপি এলাকার নুরুল ইসলামের কন্যা এবং নেজাম উদ্দিন রাব্বীর স্ত্রী আনিকা রহমান (২০)।

পুলিশ জানায় গোপন সোর্সের খবরে বিশেষ চেকপোস্ট স্থাপন করে বাসে তল্লাশী চালানো হয়। এসময় জাবেদের প্যান্টের পকেট থেকে ৩শ’ পিস ও আনিকার গায়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

- Advertisement -islamibank

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, আটক দুজন পরষ্পরকে প্রেমিক প্রেমিকা পরিচয় দেন এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন বলে জানান।

দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM