নতুন মন্ত্রিসভার শপথ বিকালে

বঙ্গভবনের দরবার হলে ৪৭ সদস্যের নতুন মন্ত্রী পরিষদের সদস্যরা শপথ নেবেন আজ।

- Advertisement -

সোমবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে শপথ নেবেন তাঁরা। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।

- Advertisement -google news follower

মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম রোববার (৬ জানুয়ারি) বিকালে সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার নতুন সদস্যদের নাম জানিয়ে দিয়েছেন। এ সময় তাঁদের দফতরও ঘোষণা করেন তিনি। ৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের কাছে রেখেছেন চার মন্ত্রণালয় ও দুটি বিভাগ।

এগুলো হলো মন্ত্রী পরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

- Advertisement -islamibank

এছাড়া ২৪ জন পেয়েছেন মন্ত্রীর দায়িত্ব, প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ১৯ জন এবং ৩ জন পেয়েছেন উপমন্ত্রীর দায়িত্ব ।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM