লামায় ৭ তামাক শ্রমিককে অপহরণ, মুক্তিপণ দাবি

দেশজুড়ে ডেস্ক :

বান্দরবানের লামায় সাতজন তামাকচাষী ও শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে পাহাড়ি সন্ত্রাসী বাহিনী।

- Advertisement -

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সরই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুর্গম বমুখাল নামক স্থানে এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

অপহৃতরা হলেন- খামারের মালিক মো. আমিন (৩৫), তার ছেলে মো. সাকিব (১৪), শ্রমিক মো. আলেক্স জোহার (৩৫), মো. শফি আলম (৩২), মো. জাভেদ (২৬), আসাদ (১৮) ও মো. আবু হানিফ (২১)।

স্থানীয় সূত্রে জানা যায়, লুলাইন খালের তীরবর্তী এলাকায় খেত-খামারে কাজ করতে আসেন পাশের উপজেলা লোহাগাড়া, চকরিয়া, মানিকপুরসহ কয়েকটি এলাকার শ্রমিক।

- Advertisement -islamibank

মঙ্গলবার রাত ১১টার দিকে একদল পাহাড়ি সন্ত্রাসী বাহিনীর সদস্য খামার বাড়িতে আসে। সেই সময় খামারের মালিক ও শ্রমিকসহ ৭ জনকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় তারা। অপহৃতরা তামাক খেতে কাজ করতেন বলে জানা গেছে।

সরই ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস কোম্পানি জানান, অপহরণের পর মুক্তিপণ দাবি করেছে ডাকাতদল। তবে এলাকাটি দুর্গম ও মোবাইল নেটওয়ার্ক কম থাকায় বিস্তারিত জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লামা থানার ওসি মো. শাহদাৎ হোসেন। তিনি বলেন, খবর পাওয়ার পর সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে অপহৃতদের উদ্ধার অভিযান চলছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM