টানা দ্বিতীয়বারের মতো আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন মোহামেদ সালাহ।
সেনেগালের রাজধানী ডাকারে এক অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেন লাইবেরিয়ার বর্তমান প্রেসিডেন্ট ও দেশটির সাবেক তারকা স্ট্রাইকার জর্জ উইয়া।
বর্ষসেরা হতে ভোটের মাধ্যমে সালাহ পেছনে ফেলেন তারই ক্লাব সতীর্থ সেনেগালের সাদিও মানে ও আর্সেনালের গ্যাবন স্ট্রাইকার পিয়েরি-এমরিক আবামেয়াংকে।
উল্লেখ্য, ২০১৭-১৮ মৌসুমে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে রেকর্ড ৩২টি গোল করেছিলেন সালাহ। আর সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৪৪টি গোল করেন। এছাড়া জাতীয় দলের হয়ে বিশ্বকাপেও তিনি ২টি গোল করেন।