বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের সাবেক ব্যাংক কর্মকর্তা মায়া সান্তোষ দেগুইতোকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। তার বিরুদ্ধে অর্থ পাচারের আটটি অভিযোগ আনা হয়েছে।
মায়া সান্তোষ দেগুইতো ম্যানিলাভিত্তিক ওই আর্থিক প্রতিষ্ঠানে কাজ করতেন। তাকে ৩২-৫৬ বছরের জেল দেওয়া হয়। প্রতিটি অপরাধের জন্য দেওয়া হয়েছে চার থেকে ৭ বছরের জেল। সেই সাথে জরিমানা হিসেবে ১০৯ মার্কিন ডলার পরিশোধেরও নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। দুর্বৃত্তরা সুইফট পেমেন্ট সিস্টেমে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই অর্থ চুরি করে। সেই অর্থ সোজা চলে আসে ম্যানিলার রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনে।