রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় বাসার সামনেই ইকবাল (৪০) নামে একজন গাড়ি চালককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইকবাল পটুয়াখালী জেলার বাউফল থানার উত্তর নারায়ণ পাশা গ্রামের বারেক মিস্ত্রির ছেলে। তিনি পেশায় একজন ড্রাইভার।
এদিকে নিহতের স্ত্রী কুলসুম জানান, তার স্বামী রাতে বাসার সামনে দাঁড়িয়ে ছিলো। এসময় এলাকার কয়েকজন সন্ত্রাসী পূর্ব শত্রুতার জেরে তার স্বামীকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় তার স্বামী আর বেঁচে নেই। যদিও ঘটনাটি কোনো পূর্বশত্রুতার জেরে করা হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে এই বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো ফারুক জানান, যাত্রাবাড়ী থেকে এলোপাথাড়ি কোপানোর ফলে জখম হওয়া এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়।
পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবগত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
জেএন/পিআর