খাতুনগঞ্জ ও রেয়াজউদ্দিন বাজারে ৭ মামলায় জরিমানা ২৫ হাজার

অনলাইন ডেস্ক

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রাম জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্স অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের নির্দেশে আজ ২ মার্চ রোববার মহানগরীর বৃহত্তম পাইকারী বাজার খাতুনগঞ্জ ও রেয়াজউদ্দিন বাজার এলাকায় পৃথক পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। খাতুনগঞ্জে অভিযান পরিচালনাকালে পণ্যেও মূল্য তালিকা হালনাগাদ না থাকা, মোড়কজাত পণ্যে পণ্যের পরিমাণ, মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় ৩ মামলায় মোট ১৫ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়।

- Advertisement -

বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান, সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম। কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাসহ মেট্টোপলিটনের পুলিশ সদস্যগণ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

- Advertisement -google news follower

এদিকে নগরীর আরেক বৃহত্তম রেয়াজউদ্দিন বাজারে অভিযান পরিচালনাকালে বিভিন্ন মুদি দোকান, দৈনন্দিন কাঁচা বাজারের দোকান, ফলের দোকান, মুরগীর, ডিম ও মাংসের দোকানে মূল্য তালিকা না থাকাসহ পণ্যের অতিরিক্ত মূল্য নেয়ার অভিযোগে ভোক্তা অধিকার আইনে মোট ৪ মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহের বিক্রয়ের দোকানসমূহে বিশেষভাবে নজরদারির পাশাপাশি মজুদদারির বিষয়ে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়।

দুপুর সাড়ে ১২টা থেকে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু রায়হান এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ আনিসুর রহমান ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM