লোহাগাড়ায় একটি গ্যাসগান ও ১৭টি গ্যাসসেল উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের লোহাগাড়ায় পরিত্যাক্ত অবস্থায় একটি গ্যাসগান ও ১৭টি গ্যাসসেল উদ্ধার করেছে থানা পুলিশ।

- Advertisement -

আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার সময় উপজেলার কলাউজান ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ তেলি পাড়ার নাজির হোসেনের বাড়ির পাশ থেকে এসব গ্যাসগান ও গ্যাসসেল উদ্ধার করা হয়।

- Advertisement -google news follower

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে জানতে পেরে থানা পুলিশের একটি টিম নিয়ে তেলি পাড়ার নাজির হোসেনের বাড়িতে যায়।

সেখানে বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল গ্যাসগান ও গ্যাসসেলগুলো। পরে সেগুলো উদ্ধার করা হয়।

- Advertisement -islamibank

ওসি বলেন, এগুলো সরকারি সম্পত্তি, ধারণা করছি এগুলো থানা থেকে লুট হওয়া অস্ত্র। এ ব্যাপারে যাচাই-বাচাই করা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানালেন ওসি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ