আকবরশাহতে ছিনতাইকারী বাক্কা ও মাদক কারবারি সাগর গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারী মো. জিহাদ হোসেন প্রকাশ বাক্কা (২২) ও মাদক কারবারি রবি আলম সাগর (২০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

গতকাল বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে তারা গ্রেপ্তার হয়।

- Advertisement -google news follower

গ্রেপ্তার বাক্কা বাক্কা আকবরশাহ থানাধীন শাপলা আবাসিক এলাকা মনসুর আহাম্মদের বাড়ির মো. জাকির হোসেনের ছেলে এবং সাগর কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়া ছড়া এলাকার মৃত আনসারের ছেলে।

আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, মো. জিহাদ হোসেন প্রকাশ বাক্কা পেশাদার ছিনতাইকারী। বুধবার রাতে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে বিধি মোতাবেক তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

- Advertisement -islamibank

তাছাড়া গোপন সোর্সের খবরে বৃহস্পতিবার ভোরে নগরীর সিটি গেইটে চেকপোস্ট স্থাপন করে যাত্রীবাহী স্টারলাইন বাসে তল্লাশী চালানো হয়।

এসময় সাড়ে ৪ কেজি গাঁজাসহ রবি আলম সাগর (২০) নামে এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয় টিম আকবরশাহ। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে জানান ওসি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ