রাস্তার বিলবোর্ডে নায়িকার আবেদনময়ী ছবি,৪০ অধিক দূর্ঘটনা

বিনোদন ডেস্ক :

দেড় দশক আগে মুক্তি পাওয়া তেলুগু সিনেমা ‘বেদম’ ছিল এক্সপেরিমেন্টাল ধাঁচের একটি অ্যান্থলজি ফিল্ম। যা পরিচালনায় করেছিলেন রাধাকৃষ্ণ জাগারলামুড়ি ওরফে কৃষ।

- Advertisement -

সিনেমায় অভিনয় করেছেন আল্লু অর্জুন, মাঞ্চু মনোজ, আনুশকা শেট্টি ও মনোজ বাজপেয়ী। যেখানে আনুশকা শেট্টি ছবিতে এক যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেন।

- Advertisement -google news follower

সিনেমাটির প্রচারণায় ব্যবহৃত হয় আনুশকার একটি খোলামেলা ছবি, যেটি হায়দরাবাদের পাঞ্জাগুট্টা সার্কেলে বিশাল বিলবোর্ড হিসেবে টানানো হয়।

সম্প্রতি পরিচালক কৃষ এক সাক্ষাৎকারে জানান, ওই পোস্টার ঘিরে এক সপ্তাহে ঘটেছিল ৪০টির বেশি সড়ক দুর্ঘটনা!

- Advertisement -islamibank

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়, পুলিশের একাধিক অভিযোগের মুখে সেই বিলবোর্ড সরিয়ে ফেলতে হয় নির্মাতাদের।

বক্স অফিসে ছবিটি সাফল্য না পেলেও পরে এটি পেয়েছিল ৫টি ফিল্মফেয়ার ও দুটি নন্দী অ্যাওয়ার্ড।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ