আফগানিস্তানে তালেবান হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত ১২৬ জন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
সোমবার (২১ জানুয়ারি) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ময়দান ওয়ারডাকে একটি সামরিক ঘাঁটিতে তালেবানের গাড়ি বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিহত হন।
প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১২ জন বলে দেশটির সরকারের পক্ষ থেকে দাবি করা হলেও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রাদেশিক কর্মকর্তা নিহতের সংখ্যা শতাধিক ছাড়ানোর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
দুবাইভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরার খবরেও নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে হামলার দায় স্বীকার করেছে আফগানিস্তানের তালেবান বাহিনী।