চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা টিপু দাশ গোপালকে (৩৫) গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নগরীর পাথরঘাটা ব্রিক ফিল্ড রোডের মতিনাবাদ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে অন্তত ১০টি মামলা রয়েছে। এসব মামলায় অভিযোগ রয়েছে—জুলাই আন্দোলনে হামলা, ইসকনের বহিষ্কৃত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আদালতে হাঙ্গামা, সেনাবাহিনীর ওপর এসিড নিক্ষেপ, রাষ্ট্রদ্রোহ এবং বিভিন্ন অমানবিক কর্মকাণ্ড।
পুলিশ জানায়, টিপু দাশ নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের পরিচিত ক্যাডার।
গত বছরের ৫ নভেম্বর চট্টগ্রাম নগরীতে ইসকন সংক্রান্ত উত্তেজনার ঘটনায় সেনাসহ পুলিশ ও যৌথ বাহিনীর ওপর এসিড নিক্ষেপের ঘটনায় অন্তত ১২ জন আহত হন। একই ঘটনায় ৪৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
এর আগে, ৩০ অক্টোবর জাতীয় পতাকার অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। মামলার শুনানির সময় আদালত প্রাঙ্গণে তার অনুসারীরা ত্রাস সৃষ্টি করলে পুলিশ ও বিজিবি লাঠি এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদের ছত্রভঙ্গ করে। সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়।
কোতোয়ালী থানা পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিপু দাশ এসব মামলার এজাহারভুক্ত আসামি। তাকে শনিবার আদালতে পাঠানো হবে।
জেএন/এমআর